| মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 116 বার
ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে গত রবিবার সন্ধ্যায় জেলা তাঁতী লীগের নব-গঠিত আহবায়ক কমিটির আহবায়ক আসাদুজ্জামান খান, সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন সেলিম, কিবরিয়া চিশতি, এম.এ.কে মুরাদ, শফিক মাস্টার, অ্যাড. সাদেক হোসেন রেজা, সদস্য তাসজিদ রহমান, মো শামিম মাস্টার, শেখ হানিফকে জেলা তাঁতী লীগের আহবায়ক কমিটিতে মনোনীত করায় ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি তাঁতী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন গ্রামে গ্রামে জনগণের সামনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণ সুখে শান্তিতে থাকে উন্নয়ন হয়, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
উল্লেখ্য, ৫১ সদস্য বিশিষ্ট তাঁতী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি