প্রতিনিধি: | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 382 বার
বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পিকে গনসংবর্ধনা দিয়েছে সৌদি আরব আল জুবাইল আওয়ামী যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গত শনিবার সন্ধ্যায় র.আ.ম উবায়াদুল মোকতাদির চৌধুরী এমপি এবং তার সহধর্মীনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে সৌদি আরবের আল জুবাইল আওয়ামী যুবলীগ, আল জুবাইল বঙ্গবন্ধু পরিষদের নেতা-কর্মীরা তাদেরকে গনসংবর্ধনা প্রদান করে। এ সময় জুবাইল আওয়ামীলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দর থেকে মোকতাদির চৌধুরী এমপি ও প্রফেসর ফাহিমা খাতুন জুবাইল শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন করেন।
রাতে আল জুবাইল শহরের বিজনেস টাওয়ারে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ও আল জুবাইল আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসাইন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, আল জুবাইল আওয়ামীলীগের সভাপতি নাছের মাহমুদ, জুবাইল যুবলীগের সভাপতি সাদেকুর রহমান ভূইয়া, জুবাইল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছাতির আলী তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে প্রবাসী নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহবান জানান।