নবীনগর প্রতিনিধি : | শুক্রবার, ২৩ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 130 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে মো. ফরহাদ হোসেন (২১) নামে এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৩.০৩.২০১৮) দুপুরে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। উক্ত ভ্রাম্যমাণ আদালতে বখাটেকে এ সাজা দেন। ফরহাদ উপজেলার কাজলিয়া গ্রামের মৃত আবুল খায়ের মিয়ার ছেলে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম শিকদার জানান, ফরহাদ প্রায়ই তার গ্রাম থেকে নাটঘর গ্রামে এসে মেয়েদের উত্ত্যক্ত করতেন। এলাকাবাসী তাকে নিষেধ করলেও তিনি তা শোনেননি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরহাদ নাটঘর গ্রামে এসে এক মেয়ের বাড়িতে গিয়ে তাকে উত্ত্যক্ত করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |