ষ্টাফ রিপোর্টার | রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 714 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজলের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে পৌর এলাকার দেবগ্রাম বেইলি ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এতে প্রচার গাড়ির সামনের কাচ সম্পূর্ণ ভেঙে গেছে এবং চালক শাহিন মিয়া আহত হয়েছেন।
শাহিন মিয়া বলেন, দেবগ্রাম বেইলি ব্রিজ এলাকায় যাওয়ার পর একটি মোটরসাইকেল থেকে তার অটোরিকশায় হামলা চালানো হয়। মোটরসাইকেলের আরোহী একটি লাঠি দিয়ে অটোরিকশার সামনের কাচে আঘাত করেন। এতে কাচটি সম্পূর্ণ ভেঙে গেছে। তবে মোটা কাপড় পরায় তিনি সামান্য আহত হয়েছেন।