স্টাফ রিপোর্টার : | সোমবার, ০৬ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 604 বার
দেশবরেণ্য আলেম ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার হেব্জ বিভাগের প্রধান মাওলানা হাফেজ মোঃ মুফতী জুবায়ের আহম্মেদ নুহ্ কাশেমী (৪২) ইন্তেকাল করেছেন। গত ০৫ মার্চ রবিবার রাত ১১ টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না … রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ১৮ বছর হেবজ বিভাগে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন। গতকাল সোমবার সকালে জেলা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা ইমামতি করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রধান মুহতামিম ও প্রবীন মাওলানা আশেকে এলাহী ইব্রাহিমী। এতে জেলা সহ দেশের বিভিন্ন স্থানের শীর্ষ আলেম, ওলামা সহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে জেলার সরাইল উপজেলায় তার নিজ গ্রামের দাফন করা হয়। তিনি বাংলাদেশের একজন অন্যতম উস্তাজুল হুফফাজ। তার হাফেজ ছাত্ররা অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।