| বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 107 বার
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৫ নভেম্বর র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার পর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ তার পৈরতলাস্থ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করেন। মিলাদ মাহফিলে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি