| বৃহস্পতিবার, ০৮ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 160 বার
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সঙ্গীতশিল্পী, বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধকালে ভ্রাম্যমান শিল্পী গোষ্ঠীর সদস্য ফিরোজ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হলিল্যাব হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ ০৮ নভেম্বর সন্ধ্যায় শিল্পী ফিরোজ আহমেদকে হাসপাতালে দেখতে যান ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি কিছু সময় ফিরোজ আহমেদ এর শয্যাপাশে বসে তাঁর সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসাকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার, প্রবীণ সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মনজুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আছরারুন্নবী মোবারক, হলিল্যাব হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু কাওসার ও ফিরোজ আহমেদ এর পরিবারবর্গ।-প্রেস বিজ্ঞপ্তি