| মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 87 বার
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে চির ভাস্বর অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মঙ্গলবার (১৭.০৪.২০১৮) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান- কমান্ড জেলা শাখার সদস্য সচিব মোঃ আহসান উল্লাহ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের কমান্ডার আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সামছু মিয়া, আবু তাহের চৌধুরী, চাঁন মিয়া, আবুল হাসেম, বাচ্চু মিয়া, শেখ মোঃ মমিনুল হক, সাজিদ মিয়া, আনোয়ার হোসেন, মোঃ জহুরুল ইসলাম মোঃ এমদাদ আলী মিয়া, মোঃ নুরুল ইসলাম, মোঃ রুকন উদ্দিন, রিয়াদ উল্লাহ্, সরাফত আলী, হাজী জিন্নত আলী, সন্তান কমান্ডের শাহ আলম মোল্লা, হারুন অর রশিদ চৌধুরী, এমদাদুল হক এমদাদ, নাজনিন আক্তার, রুবিনা বেগম, গিয়াস উদ্দিন আমজাদ।
সভার শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন মুক্তিযোদ্ধা এ কে এম নাছির উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন- সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। বাঙালির স্বাধীনতার ইতিহাসের যে অনন্য সাধারণ অধ্যায়টি মুজিবনগর দিবসে রচিত হয়, তার পশ্চাতে রয়েছে এই জাতির দীর্ঘ সংগ্রাম- সাধনা। পাকিস্তানি দুঃশাসনের বিপক্ষে, অধিকারহরণের প্রতিবাদে বাঙালি রুখে দাঁড়িয়েছে বারবার। ছাত্র-জনতার রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ।-প্রেস বিজ্ঞপ্তি