আন্তর্জাতিক ডেস্ক : | বুধবার, ২৪ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 154 বার
মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের বাড়িতে একটি ‘বোমা’ পাওয়া গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।
আজ ২৩ অক্টোবর বুধবার স্থানীয় সময় সকালে হিলারির যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বাড়িতে সন্দেহ করা হচ্ছে বোমা- এমন বস্তুটি পাওয়া যায়।
দেশটির এক সার্জেন্ট বলছেন, কর্মকর্তারা চেষ্টা করছেন বস্তুটি কি, তা জানতে। আর এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
হিলারি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের আইনসভার সিনেটরের দায়িত্বে রয়েছেন। এছাড়া হিলারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী।