অনলাইন ডেস্ক : | সোমবার, ১১ জুন ২০১৮ | পড়া হয়েছে 177 বার
জাপানের দক্ষিণ উপকূলের অদূরে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
তবে ইউএস এফ-১৫ নামের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বেরিয়ে যেতে সক্ষম হন বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোডেরা জানান, যুক্তরাষ্ট্রের কাডেনা বিমানঘাঁটির যুদ্ধবিমান এফ-১৫ এর এক পাইলট জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের আঞ্চলিক রাজধানী নাহা থেকে ৫০ মাইল (৮০ কিলোমিটার) দক্ষিণে সমুদ্রের ওপর বিমান থেকে বেরিয়ে পড়েছেন এমন তথ্য পায় জাপানের সেনাবাহিনী। পরে জাপানের সৈন্যরা মার্কিন যুদ্ধবিমানের ওই পাইলটকে উদ্ধার করে।
জাপানের কাডেনা হচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। এখানে প্রায় ৪৭ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।