অনলাইন ডেস্ক : | রবিবার, ১৮ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 180 বার
পশ্চিম সিরিয়ায় সৌদি জোটের বিমান হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।
আজ ১৮ নভেম্বর সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইরাক সীমান্ত সংলগ্ন একটি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, নিয়মিত হামলার অংশ হিসেবে ইসলামিক স্টেটের শেষ শক্তিশালী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।খবর আরব নিউজের।
এদিকে একটি মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে আইএসের মুখপাত্র আমাক জানিয়েছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাও ওই হামলায় বহু বেসামরিক নিহত হওয়ার কথা জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদুর রহমান জানান, শনিবারের এ হামলায় ১৭ শিশু ও ১২ নারী নিহত হয়েছেন। তবে নিহত পুরুষরা আইএস সদস্য কি না তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া এ গৃহযুদ্ধে সাড়ে তিন লাখ মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।