শামীম -উন -বাছির : | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 560 বার
ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলা ৯ নং নাটাই (দঃ) ইউনিয়ন পয়াগ-নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ০৩ এপ্রিল সোমবার সকালে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার আয়োজনে প্রায় ১,১০০ শিক্ষার্থী মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে লাল কার্ড দেখিয়ে শপথ নেন। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম (বার)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আতাউর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারহানা মিলী, লাল সবুজ কুমিল্লা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ব্রাক্ষণবাড়িয়া শাখার সিনিয়র সদস্য নাঈম,রাকিবুল,রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) শিক্ষার্থীদের সকল প্রকার মাদক ও বাল্যবিবাহ থেকে বিরত থাকার শপথ বাক্য পাঠ করান এবং তিনি বলেন,”মাদক ও বাল্যবিবাহ কোনো সভ্য সমাজের অংশ নয়। মাদক ও বাল্যবিবাহ নির্মূল করতে শিক্ষার্থীদের কোনো বিকল্প নেই। অনুষ্ঠান শুরুতে পুলিশ সুপার লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার কার্যক্রম ফিতা কেটে উদ্ভোধন করেন।