বার্তা প্রেরক | শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | পড়া হয়েছে 362 বার
পারষ্পরিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে শহরের কাজিপাড়াস্থ জেলা ঈদগাহ্ ময়দানে শুক্রবার (২৬ জুলাই ২০১৯) এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাবেক কাউন্সিলর আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাত করিম, জাগো নিউজের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যার সমাধানে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একজন মাদকসেবা দেশ ও জাতির জন্য বোঝা। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এখনই মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রীতি ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া টাইগার্স ক্রিকেট একাডেমির দুটি দল অংশ নেয়। আলোচনা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী শপথ করানো হয়।