| শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 114 বার
মহান মুক্তিযুদ্ধের চেতনা আর দেশ প্রেম নিয়ে সকলকে দেশের জন্য কাজ করতে হবে। বীর মুক্তিযুদ্ধারা অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ তোমাদের উপহার দিয়েছে এখন তোমাদেরকে এই দেশের জন্য এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে বিজয়ানন্দ দেয়ালিখার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব আহবান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এসএসসি । বিজয়ের মাসে যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে বিজয়ানন্দ দেয়ালিখার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন এমনই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতি প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পাবে। দেয়ালিখাটি সম্পাদনা করে যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উপ যুব প্রধান-২ সায়মন ওবায়েদ শাকিল।
উপ যুব প্রধান-১ প্রসন্ন দাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্বেচ্ছাসেবক এহসান খোকণ,ফাহিম মুনতাসির,ইসরাত জাহান,সাইফুল ইসলাম, উৎপল দাস,জাহিদ হাসান,জুবায়ের আহমেদ, জিহাদ মিয়া,সৈকত,রাব্বি,রুবেল,শান্ত,সাথী ইসলাম,ফারজানা আক্তার প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি