বার্তা প্রেরক | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 755 বার
গতকাল শুক্রবার সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে বাউন্ডারির চিপাই মহাদেব নামে ষাড়টি ঢুকে পড়ে। উপজেলা পরিষদের নিরাপত্তা প্রহরি মোঃ বুরহান উদ্দিন ষাড়টিকে বাউন্ডারির চিপাই আটকে থাকতে দেখলে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। সদর উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার কবির ইসলামের নেতৃত্বে একটি ইউনিট গন্তব্যস্থলে পৌছে দীর্ঘ ৪ ঘন্টা যাবত চেষ্টার পর মহাদেব নামের ষাড়টিকে উদ্ধার করে। শ্রী শ্রী কাল ভৈরবের পুরুহীত জীবন ভট্টচার্য জানান, এই মহাদেব নামের ষাড়টি শিবরাত্রী দিন জম্ম নেওয়ায় এটিকে শ্রী শ্রী কাল ভৈরবের নামে মান্নত করে ছেড়ে দেওয়া হয়। ষাড়টি মানুষের আশ্রয়ে দিন দিন বড় হয়ে উঠে এবং সারাদিন ঘুরে-খেয়ে রাতে মন্দিরের এসে ঠায় নেয়। তাতে এলাকাবাসী জানান, সদর উপজেলা বিআরডি অফিসের বাউন্ডারি না থাকায় বিভিন্ন সময় এখানে বিভিন্ন ধরনের ছিনতাই ও মাদক সেবন করে। তাতে এলাকাবাসী অনেক ভিভ্রান্তির শিকার হয়।