| বুধবার, ২৬ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 150 বার
মঙ্গলবার ২৫ অক্টোবর সকালে আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সাদেকুর রহমানের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সাবেক পৌর কাউন্সিলর সাদেকুর রহমান শরিফ, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের অবঃ সিনিয়র শিক্ষক শেখ হেলাল উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোবারক হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ হাজী লিয়াকত হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, মরহুম গাজী সাদেকুর রহমান একজন সহজ সরল ও কর্মবিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি এই প্রতিষ্ঠানে নিবেদিতভাবে মৃত্যুর আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন। আমার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তি