| শুক্রবার, ০৪ মে ২০১৮ | পড়া হয়েছে 312 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নবনির্মিত মনিপুর বন্দর বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সকল সদস্যদের উপস্থিতি ও সম্মতিক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আব্দুল করিমকে সভাপতি ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলো, সহ-সভাপতি বিশিষ্ট সর্দার মোঃ ময়দর আলী, আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ হৃদয়, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ মানজু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক খোকন, ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সম্পাদক ও ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম লিলু, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম দুলাল, কার্যকরী সদস্য মোঃ হেলাল মিয়া ও মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি