সরাইল প্রতিনিধি : | মঙ্গলবার, ১৫ মে ২০১৮ | পড়া হয়েছে 139 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে দুইটি আন্তঃজেলা ট্রাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫.০৫.২০১৮) সকাল ১০টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ফিটনেস, লাইসেন্স, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও রোড পারমিট না থাকায় এবং প্রকাশ্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ট্রাক চালক ইব্রাহিম মিয়া (ঢাকা-মেট্রো-ট-১৮-৩৬৪৯) কে ২ হাজার ৫শ টাকা, ট্রাক চালক মাসুক মিয়া (জিনাইদহ-ট-০২-০১৪০) কে ৪ হাজার টাকা এবং নিবন্ধন বিহীন আরেকটি ট্রাককে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, সরাইল উপজেলা প্রশাসন ও বাজার পরিচালনা কমিটির যৌথ সভায় সকাল ৭টার পর সরাইলের বাজারগুলোতে ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।