আখাউড়া প্রতিনিধি : | সোমবার, ১৯ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 109 বার
আখাউড়ায় পঁচা ও খোলা খাবার দোকানে রাখার দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।
আজ সোমবার (১৯.০৩.২০১৮) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান পৌরশহরের ১নং ওয়ার্ডের মাজার শরীফ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসব অভিযোগে ব্যবসায়ী মো. লোকমানকে ২ হাজার, আমিন উদ্দিনকে ৫শত এবং নাছির মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন। বিষয়টি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান নিশ্চিত করেছেন।