| মঙ্গলবার, ০৩ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 108 বার
হকার্স মার্কেটের পাশে ড্রেনের উপর ও সড়ক বাজার গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পাররভিন।
আজ মঙ্গলবার (০৩.০৪.২০১৮) দুপুরে অভিযান চলাকালে পৌর হকার্স মার্কেটসহ সড়ক বাজারে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভিন বলেন, ড্রেনের উপর অবৈধ দোকান ও স্থাপনার কারণে বৃষ্টি হলেই পানি জমে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।
এদিকে অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও পৌরসভার কর্মকর্তা, কাউন্সিরলরা উপস্থিত ছিলেন।