| সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 110 বার
ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ (১৫ অক্টোবর) সোমবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন বলেন, বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় ভৈরব উপজেলার ঘোড়াঘাট ও কমলপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খাদ্যে মোড়কজাতকরণ বিধি না মানায় মাক্কুল মোল্লা ফুড প্রডাক্টসকে ২০ হাজার টাকা, আল মনির ফুড প্রডাক্টসকে ১০ হাজার টাকা, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে আরফা ফুড প্রডাক্টসকে ৩০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ওয়েফার বিক্রির দায়ে শাকিব স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমের উপস্থিতিতে চালানো এ অভিযানে মেয়াদোত্তীর্ণ এক হাজার কেজি ওয়েফার জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।