প্রতিনিধি: | সোমবার, ২৫ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 707 বার
১২বর্ডার গার্ড বিজিপির সরাইল ক্যাম্পের অধীনস্ত বিজয়নগর বিষ্ণুপুর কালাছড়া সরকারি( প্রা:)বিদ্যালয়ের পিছনে বিজিপির টহল দল গতকাল রাএে টহল রত অবস্হায় ভারতীয় ৮০০বোতল ফেন্সিডিল ও ৮কেজি গাজা উদ্ধার করতে সহ্মম হয়।
বিষ্ণুপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার হানিফ মিয়া জানান,গতকাল টহল অবস্হায় ভারত থেকে আনা এসব মাদক দ্রব্য আমাদের উপস্হিতি টের পেয়ে মাদক চোরা কারবারিরা ফেলে পালিয়ে যাই। মাদক উদ্ধার করা সম্ভব হলে কাউকে