ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 373 বার
ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভায় পানিতে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩নভেম্বর ২০১৯) বিকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের শেরপুর মহল্লার পালা পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায় বেলা ৪ টার সময় শেরপুরের মোঃ কামাল মিয়ার মেয়ে হাফসানা(৩) পুকুরে ডুবে মারা যায়। ঘর থেকে খেলাধুলা করার জন্য পুকুর পাড় যায় তারপর পানিতে পড়ে যায়। পরে মেয়েটি পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন শামীম বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে বলে তিনি দাবী করেন ।