শফিকুল ইসলাম সোহেল | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 373 বার
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর পৈরতলায় ট্রাক্ট্ররের চাপায় আমেনা বেগম(৫০) নামের এক নারী নিহত হয়েছে। শুক্রবার (০৬ডিসেম্বর ২০১৯) রাত ৯টার দিকে পশ্চিম এলাকার যাতায়াতের সড়কের উত্তর পৈরতলায় এই ঘটনা টি ঘটে।
নিহত আমেনা বেগম সদর উপজেলার নাটাই ( দক্ষিণ ) ইউনিয়নের ছোট হরণ গ্রামের আলী আহম্মদ মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সাথে উত্তর পৈরতলায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, সড়কের পাশ দিয়ে আমেনা বেগম হেটে যাচ্ছিলেন। এসময় জেলা সদরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারির দেয়ালে আঘাত করে। ট্রাক্টরের আঘাতে দেয়ালটি ভেঙে পড়ে। এসময় পথচারী আমেনা বেগম দেয়ালের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়।
তিনি আরও জানান, ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।