প্রতিনিধি | সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 741 বার
গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট প্রতিষ্ঠানিক সক্ষমতা যাচাই বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোঃ শাহজাদা, সাফায়েত আলম, আশিকুর রহমান পাঠান, শামীমা মুজিব, সাংবাদিক বাহারুল ইসলাম মোলা, ইউনিট অফিসার আব্দুল করিম, গভঃ মডেল গার্লস্ হাই স্কুলের সহকারী শিক্ষক ফাতেমা তানজীম, যুব প্রধান সালাউদ্দিন ভূইয়া, উপ যুব প্রধান ইফতেয়ার উদ্দিন রিফাত, ইউনিট প্রশিক্ষক মোঃ ফয়সাল উদ্দিন ভূইয়া প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিএন্ডডি ডিপার্টমেন্ট এর সিনিয়র পিএমইআর অফিসার মোঃ কামরুল হাসান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রশিক্ষণ বিভাগের ফিল্ড অফিসার মোঃ ইমরানুল হাসান।