| রবিবার, ০৯ ডিসেম্বর ২০১৮ | পড়া হয়েছে 228 বার
মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের অগ্রগতি ধারাবাহিক রাখার প্রত্যয়ে গতকাল ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভূক্ত স্থানীয় আবৃত্তি দলগুলো এ কর্মসূচীর আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী সংগঠক নন্দিতা গুহ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠণিক সম্পাদক মো. মনির হোসেন এর সভাপতিত্বে ও আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় অতিথির বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম উসমান গনি সজিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী। একক আবৃত্তি করেন ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমীর সভাপতি মনিরুজ্জামান ভূঞা শিপু, সাহিত্য একাডেমীর রিপন দেবনাথ। প্রযোজনা ভিত্তির পরিবেশনা হাড়েরও ঘরখানি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠণ। বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, প্রবর্তক আবৃত্তি চর্চা কেন্দ্র এর শিল্পীবৃন্দ। বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা আবৃত্তি উপভোগ করেন।-প্রেস বিজ্ঞপ্তি