প্রতিনিধি | রবিবার, ২০ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 736 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির ৬০ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৭ হাজার ৩২৮ ভোট।
আজ রোববার (২০ মার্চ) রাত সোয়া নয়টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশিরুল হক ভূঁইয়া এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. ইউসুফ ভূঁইয়া পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন এক হাজার ৫৮৬ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী আনিছ খান পেয়েছেন ৭৩৭ ভোট।