| বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 398 বার
ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ জহিরুল হক দোকান থেকে পয়াগ নরসিংহসার বাড়ি যাওয়ার পথে শহরের দাড়িয়াপুর নামক স্থানে দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক, উর্ধ্বতন সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র পাল ও সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহআলম চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে চেম্বার নেতৃবৃন্দ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে চেম্বার নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।