| বুধবার, ৩১ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 774 বার
১কোটি টাকার মূল্যের বিভিন্ন নেশা জাতীয় মাদক দ্রব্য ধ্বংস করা হয় গত মঙ্গলবার বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গনে। ধ্বংস কৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ২১৭৯০ পিস, ফেন্সিডিল ১১০০ পিস, গাজাঁ ৪০০ পিস, বিয়ার ৭২ পিস, এস্কফ ১২০ পিস, কোরেক্স ৮২০ পিস, মদ ২১ বোতল। ধ্বংস কৃত মাদক দ্রব্যের আদালতে ১৩৬ টি মামলা রয়েছে। মাদক দ্রব্য ধ্বংস করন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনির কামাল, অতি:চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মাদক ধ্বংস করণ কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ উদ্দিন আহম্মেদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মাদক ধ্বংস করণ কমিটির সদস্য জয়ন্তী রাণী রায় সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা টিভি ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থি ছিলেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনির কামাল তার বক্তব্যে বলেন, আমরা দুই -তিন মাস পরপরই মাদক দ্র্রব্য ধ্বংসের এই ধরনের কার্যক্রম চালিয়ে থাকি। এটা আমাদের হোম রুটিন কার্যক্রম।