| শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 540 বার
গত শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর পৌর বাস টার্মিনালে ‘রয়েল কোচ’ নামে নতুন এ সার্ভিসের উদ্বোধন করেন,বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি
নতুন এ সার্ভিসের মাধ্যমে প্রতিদিন দুটি বাস কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে রয়েল কোচ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়াবেদ হোসেন জানিয়েছেন।
“পৈরতলা বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন দুটি করে বাস ছাড়বে। ঢাকা থেকেও যাত্রী তোলা হবে। কলকাতা থেকেও একইভাবে প্রতিদিন দুটি করে বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হবে।”
এসব বাসের প্রতিটিতে ৩৪টি করে আসন থাকবে, ভাড়া এক হাজার ৬শ’ থেকে এক হাজার ৮শ’র মধ্যে থাকবে বলে জানিয়েছেন তিনি।