প্রতিনিধি | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 261 বার
ব্রাহ্মণবাড়িয়া ককটেল বিষ্ফোরনে রাব্বি(৫) বছরের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের শিমরাইল কান্দি এলাকার সাদেক মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে। রাব্বি শিমরাইল কান্দি এলাকার অটোচালক মো. আব্দুল লতিফ মিয়ার ছেলে। রাব্বির বাবা মো. আব্দুল লতিফ মিয়া জানান, বিকালে ছেলে বাড়ির আঙিনায় একলা খেলা করছিল। এসময় বিকট শব্দে বিষ্ফোরন হয় এতে রাব্বি গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ফায়েজুর রহমান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এব্যাপারে চিকিৎসক মো ফায়েজুর রহমান জানান, রাব্বির অবস্থা অত্যান্ত খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) ইশতিয়াক আহমেদ জানান।