ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ০৬ জুন ২০২০ | পড়া হয়েছে 197 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেনসিডিল, ১৮ বোতল ইস্কফ, আড়াই কেজি গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি ও জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি মোটর সাইকেল, ৬ টি মোবাইল সেট ও নগদ ২ লাখ ৬ হাজার ৪শত টাকা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া, বিজয় উপজেলার সাতগাঁও এবং আখাউড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সঞ্জয় মিয়া-(২৭) ও একই এলাকার ইমাম আল রাজিব-(২৯), আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের রহিমা খাতুন-(২০), তার শিশু পুত্র মোঃ ইফরান (০৭ মাস), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামের রুপা আক্তার-(১৮), একই এলাকার মোঃ জিসান-(৫), আখাউড়া উপজেলার জয়নগর গ্রামের সোহেল মিয়া-(২৮), সদর উপজেলার পাইকপাড়া গ্রামের শাহজাহান মিয়া- (৩৩) ও পৌর এলাকার কান্দিপাড়ার নীরব মিয়া প্রকাশ হাসান-(২৬)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৩ (তেইশ) বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী সঞ্জয় মিয়া ও ইমাম আল রাজিবকে এবং অপর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নীরব মিয়া প্রকাশ হাসানকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়ন (সরাইল) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সদস্যরা শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
উপজেলার আমোদাবাদ এলাকা থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, দেড় কেজি গাঁজা ও ২টি মোবাইল সেট রহিমা খাতুন, মোঃ ইফরান, রুপা আক্তার ও জিসান মিয়াকে গ্রেপ্তার করে।
পরে উপজেলার ছোটকুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ বোতল ফেন্সিডিল, ২টি মোটর সাইকেল, ৪টি মোবাইল সেট ও নগদ ২ লাখ ৬ হাজার চারশত টাকাসহ সোহেল মিয়া ও শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাছাড়াও উপজেলার কল্যানপুর গ্রামে অভিযান চালিয়ে ১৮ বোতল ইস্কফ ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।