ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 454 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক পাচারকারীকে অাটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
গত ১০ এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে তাদের অাটক করা হয়।
অাটক নারীরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার অাখাউড়া উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী লাকী বেগম (৩২) ও মনিয়ন্দ ইউনিয়নের খোলাপাড়ার মৃত অাবুল কাশেমের মেয়ে নাসিমা অাক্তার (২৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, সকালে সুলতানপুর বাসস্ট্যান্ডের কাছে ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশার যাত্রী লাকীর পোশাকে কৌশলে রাখা ৫০ বোতল ফেনসিডিল পাওয়ায় তাকে আটক করা হয়। একই সময় সুলতানপুর যাত্রী ছাউনির সামনে অপেক্ষারত নাসিমার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল পাওয়ায় তাকেও আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে দু’টি মামলা দায়ের করে আটক দুই নারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |