স্টাফ রিপোর্টার : | মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 187 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ৬শ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশন সংলগ্ন সুইপার কলোনীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার উত্তর মৌড়াইলের মৃত আবদুল হামিদের ছেলে বিল্লাল হোসেন (৬০), সদর উপজেলার সুহিলপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস, সুইপার কলোনীর শেখর হরিজনের স্ত্রী মালতি হরিজন (৬০) এবং বাবুল হরিজনের স্ত্রী রজনী হরিজন (৫০)।
এ ব্যাপারে ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ সোহাগ রানার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।