শামীম-উন-বাছির | সোমবার, ২২ জুন ২০২০ | পড়া হয়েছে 183 বার
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরো ২৪ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জনে।সোমবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব চিকিৎসক ডাঃ সানজিদা এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত ডাঃ সানজিদা বলেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার থেকে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে পৌছা ১৪৮টি নমুনার মধ্যে ২৪ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
এর মধ্যে কসবা উপজেলায় ১৪ জন, সরাইল উপজেলায় ৯ জন ও সদর উপজেলায় ১ জন রয়েছেন। তিনি বলেন, আক্রান্ত ৫৬৫ জনের মধ্যে ৯৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ৬ জন মারা গেছেন।