ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 173 বার
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মোঃ ফরিদুল হুদার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪জানুয়ারি ২০২০) সকালে জেলার আশুগঞ্জ উপজেলার কামাউড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে ডাঃ ফরিদুল হুদা প্রতিষ্ঠিত “কামাউড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ নাজমুল হুদা বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এফ.জামান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক উপসচিব আব্দুস সালাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল বারী সরকার, পরিচালনা পর্ষদের সদস্য ওবায়দুল হক, ডাঃ আবু আজহার ভূইয়া, শিক্ষক দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ।