| বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | পড়া হয়েছে 269 বার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার।
পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম প্রমূখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।