শামীম-উন-বাছির | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 219 বার
অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনব্যাপি অদ্বৈত মেলা। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হবে।
বুধবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
এবারের মেলায় অদ্বৈত সম্মাননা পাবেন ভারতের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নির্মল দাশ।
তিনদিনব্যাপী মেলার বিভিন্ন পর্বে প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলার সুধীজনেরা।
বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ ভারতের বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী মেলার মঞ্চে পরিবেশনা করার কথা রয়েছে।