ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ০২ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 745 বার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করে।
মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লে¬কার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আশরাফ উদ্দিন ইমন, আবুল বাশার, ইয়াছিন মাহমুদ, মাহমুদুল হক, আইরিন সুলতানা স্মিতা কিরণ মণি প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশন জট কমানোর নামে শিক্ষার্থীদের জীবন বিপন্ন করার প্রজেক্ট হাতে নিয়েছে। তারা নির্ধারিত সময়ের দুই মাস পূর্বেই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। বক্তারা বলেন, অবিলম্বে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার প্রকাশিত রুটিন স্থগিত করে অন্তত দুই মাস পরীক্ষা পেছানো না হলে ব্রাহ্মণবাড়িয়ার দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |