মোঃ আজহার উদ্দিন | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | পড়া হয়েছে 277 বার
ব্রাহ্মণবাড়িয়া রামরাইল সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ৪ই জুন দুপুরে সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ড মোড়ে সিএনজি এর সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে সাইমন-১৬ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সাইমন সুহিলপুর ইউনিয়ন খোলাপাড়া গ্রামের কবির খানের ছেলে৷ বিল্লাল হোসেন নামের আরেকজন আহত হয়েছে৷
আহত বিল্লাল হোসেন বলেন, দুপুরে যখন সাইমনকে নিয়ে রামরাইল দাওয়াতে যাছে ওই সময় সিএনজির সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। তখন সাইমন বিপরিত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়েন৷
গুরুতর আহত অবস্থায় সাইমনকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম মৃত ঘোষণা করেন ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ লাশঘরে রাখা হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সাইমন নামে একজন মটরসাইকেল আরোহী নিহত ঘটনাটি নিশ্চিত হয়েছি। বর্তমান ট্রাকটি আটক করা হয়েছে৷