প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ মে ২০১৬ | পড়া হয়েছে 246 বার
গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শেরপুর এলাকার এক মাদক ব্যবসায়ীর বাড়িঘর গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ এলাকাবাসী। পরে ঘরের আসবাসপত্রে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সকালে শেরপুর পশ্চিম পাড়া মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত প্রধান মোঃ আব্দুল হাসিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হালিমা আক্তার কাজল প্রমুখ। সমাবেশ শেষ করেই কয়েক শতাধিক লোক স্থানীয় মাদক ব্যবসায়ী মনির মিয়ার বাড়িতে হামলা চালায়।