প্রতিনিধি | সোমবার, ১৪ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 757 বার
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত শনিবার রাত সাড়ে ৯টায় পৌর এলাকার পুনিয়াউট নামক স্থানে অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবী হোসেন জানান, ভারত থেকে অবৈধ ভাবে আনা বিপুল পরিমাণ আতশবাজি নিয়ে একটি পিক আপভ্যানে আখাউড়া সীমান্ত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও র্যাবের দু’টি দল ওই এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৯টায় পুলিশ ও র্যাব সদস্যদের দেখে চালক পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে পিকআপভ্যানে তল¬াশি চালিয়ে ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। আতশবাজি বহনকারী ওই পিক আপভ্যনটিকেও (ঢাকা মেট্রো-ন- ১১-৭৪৬৩) জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৯ লাখ টাকা বলে জানান ওসি।