শামীম উন বাছির | শনিবার, ০৬ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 740 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আটক হওয়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার ০৫ আগস্ট বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আয়েশা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, দুপুরে ওই ১৫ শিক্ষার্থীকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আয়েশা আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বৃহস্পতিবার ০৪ আগস্ট বিকাল ৫ টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটকদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। এদের মধ্যে চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অন্যরা ঢাকা ও এর আশপাশের এলাকায়।