প্রতিনিধি | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 763 বার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বযু চন্দ্র দাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুর ১২টায় উপজেলার তালশহর গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বযু চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের মৃত নরেশ চন্দ্র দাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে বযু টয়লেটে যাওয়ার পথে বাড়ির একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।