বিজয়নগর ব্রাক্ষণবাড়ীয়া | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 624 বার
বিজয়নগরে পিক আপ ভ্যান ভর্তি নিষিদ্ব পলিথিন সহ চালক কে আটক করেছে পুলিশ ।আটককৃতের নাম আমিরুল ইসলাম (২৬),সে নরসিন্দি জেলার নারায়ন পুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। পুলিশ জানায়,গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ইসলামপুর ফাড়ীঁর এ, টি ,এস ,আই গোলাম মস্তোফা সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১০ টার দিকে ভৈরব থেকে পলিথিন মাধবপুর নেওযার সময় ঢাকা –সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে বেরিকেট দিয়ে প্রায় ২ লহ্ম ৫০ হাজার টাকার নিষিদ্ব পলিথিন সহ ঢাকা মেট্রো ন ১৩-১২৫৬ পিকআপ ভ্যান আটক করে চালক আমিরুল ইসলামকে থানায় সুপর্দ করে । এব্যাপারে বিজয়নগনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান,নিষিদ্ব পলিথিন ও চালক সহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে । তাদের বিরুদ্বে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে ।