| মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 105 বার
দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনে কোনো খেলাধূলা ও নৌকা বাইচ এর ব্যবস্থা ছিলনা। মানবতার মাতা বিশ্বনেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর ক্রীড়াঙ্গনে নতুন আঙ্গীকে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা আগামীতে আবারো সুযোগ পেলে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবো।
আজ ২০ নভেম্বর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিজিএফসিএল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৮-১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান তপু।
বাছির দুলালের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাসেম, মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক এডঃ সৈয়দ আব্দুল কবির তপন, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ আসলাম, কোষাধ্যক্ষ সাফায়েত আলম, সদস্য যথাক্রমে শাহআলম সরকার, নাজমুল হক সেলিম, বাকের মোশাররফ, মঞ্জুর-ই-মাসুদ, রফিকুল ইসলাম, সালাউদ্দিন, আব্দুস সাকির, মহিম চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপ্রাপ্ত কোচ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ রুহুল কুদ্দুছ শামীম।
খেলায় ধারা ভাষ্যকার ছিলেন রাশিয়ার বিশ্বকাপ ঢোপিং কন্টোল টিমের দায়িত্বপালনকারী ডাঃ মুহাম্মদ আব্দুল মতিন।
উদ্বোধনী খেলায় আব্দুল্লাহ স্মৃতি সংসদ, দক্ষিণ মৌড়াইল ১৪৪ রানের বড় ব্যবধানে কসবা উপজেলা ক্রিকেট একাদশকে পরাজিত করে গ্রুপ ‘এ’ থেকে পূর্ণ ২ পয়েন্ট অর্জন করে।
খেলা পরিচালনা করেন আম্পায়ার মাইনুল হোসেন চপল ও মোঃ আজিম, স্কোরার সজিব মিয়া ও জসিম উদ্দিন। আগামীকালের খেলায় গ্রুপ ‘বি’তে অংশ গ্রহণ করবে ক্রিকেট সোসাইটি অব ব্রাহ্মণবাড়িয়া (সিএসবি), দক্ষিণ মৌড়াইল বনাম সিএবি, ব্রাহ্মণবাড়িয়া।-প্রেস বিজ্ঞপ্তি