| শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 189 বার
২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করে। সকালে বিক্ষোভ মিছিলটি শহরের কালী বাড়ি মোড় থেকে বের হয়ে ফকিরাপুলের নিকট যাবার পর পুলিশের বাধার সম্মুখে পড়ে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক এবিএম মোমিনুল হক, সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটন, যুবদল সভাপতি শামীম মোল্লাসহ নেতৃবৃন্দ। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে যাবার চেষ্টা চালালে পুলিশ ধাওয়া দেয়। এসময় পুলিশ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান পুষ্পকে গ্রেফতার করে।-প্রেস বিজ্ঞপ্তি