শফিকুল ইসলাম সোহেল | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯ | পড়া হয়েছে 491 বার
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে এবং স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, মোঃ মোবাশ্বের আলম, নাজমুল হক, আল আমিনুল হক পাভেল, মোঃ শাহাদাত হোসেন, শেখ ওমর ফারুক, মোঃ তাজুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ বি এম তৈমুর। (প্রেস বিজ্ঞপ্তি)