প্রতিনিধি | মঙ্গলবার, ০৮ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 755 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুরের একটি ফার্মেসী থেকে ৯টি ককটেল উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের টি.এ. রোড এবং কাউতলি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাবেদ মিয়া-(২৮) এবং ঝর্ণা বেগম-(২৪)। গ্রেপ্তারকৃত জাবেদ শহরের কাজীপাড়া মহল্লার খায়ের মিয়ার ছেলে ও ঝর্ণা বেগম শহরের ভাদুঘর এলেমপাড়ার মরহুম হেকিম মিয়ার মেয়ে।
এ ব্যাপারে সদর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের টি.এ. রোড এলাকায় অভিযান চালিয়ে জাবেদ ও কাউতলি এলাকা থেকে ঝর্ণাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তাদেরকে নয়নপুর এলাকার একটি ফার্মেসী থেকে ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টায় শহরের নয়নপুর এলাকার একটি ফার্মেসী থেকে মিষ্টির প্যাকেটে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করে পুলিশ। এ সময় ফার্মেসী মালিক শওকত আলীকে-(৫৫) গ্রেপ্তার করা হয়।