প্রতিনিধি | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 747 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি’র পক্ষে প্রচারণা চালানোর সময় জেলা যুবদলের সদস্য মোঃ আতিকুর রহমান ওরফে জালাল-(৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে টি.এ রোডের মঠের গোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, আচরণবিধি লংঘন করে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় দু’জনকে আটক করা হয়। এর মধ্যে আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় আটক মোঃ বুলবুল আহমেদকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক বলেন, ‘পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আমাদের নেতা-কর্মীরা ঘরছাড়া। গণহারে বিএনপি নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে’।